নিচের কোনটি পানিতে দ্রবীভূত হয় না?

A ক্যালসিয়াম কার্বনেট

B সোডিয়াম ক্লোরাইড

C চিনি

D সালফিউরিক এসিড

Solution

Correct Answer: Option A

• সোডিয়াম যৌগ বা খাবার লবণ স্বচ্ছ ,বর্ণহীন কঠিন পদার্থ এবং পানিতে অতি দ্রবণীয় ।
• চিনি এবং সালফিউরিক এসিড উভয় পানিতে দ্রবণীয় ।
• বিশুদ্ধ সালফিউরিক এসিড ঘন তৈলাক্ত তরল পদার্থ , যা পানিতে সকল অনুপাতে মিশ্রনীয় ।পক্ষান্তরে ,ক্যালসিয়াম কার্বনেট প্রকৃতিতে চুনাপাথর , মারবেল পাথর,চক ও অন্যান্যরূপে বিদ্যমান ,যা বিশুদ্ধ পানিতে অদ্রবণীয় হলেও কার্বন ডাই - অক্সাইড মিশ্রিত পানিতে দ্রবীভূত হয় ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions