চাঁদের মাটিতে প্রথম পা রাখেন কে?
A মাইকেল কলিন্স
B ইউরি গ্যাগারিন
C নীল আর্মস্ট্রং
D এডুইন অলড্রিন
Solution
Correct Answer: Option C
- মেজর ইউরি হলেন মহাকাশচারী ।
- তিনি ১৯৬১ সালের ১২ এপ্রিল মহাশূন্যে পাড়ি দিয়েছিলেন ।
- তিনি ১০৯ মিনিট মহাশূন্যে অবস্থান করেন ।
- তবে চাঁদের মাটিতে প্রথম পা রাখেন নীল আর্মস্ট্রং ।
- আর্মস্ট্রং প্রথম চন্দ্রে পদার্পণ করেন ২০ জুলাই ১৯৬৯ সালে।