খাদ্যের কোন উপাদান রক্তের হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে?
Solution
Correct Answer: Option A
দেহের অস্থি ,পেশি ,বিভিন্ন অঙ্গতন্ত্র , রক্তকণিকা ইত্যাদি অধিকাংশই আমিষ দ্বারা তৈরি । আমিষ দেহের এন্টিবডি উৎপাদনে মুখ্য ভূমিকা পালন করে এবং রক্তের হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে।