Solution
Correct Answer: Option A
-HIV এর পূর্ণরূপ Human Immuno deficiency Virus .অর্থাৎ HIV এক ধরণের ভাইরাস ।
-শরীরে HIV পজেটিভ হলে AIDS রোগ হয় । এইডস সংক্রমণের জন্য ঝুঁকিপূর্ণ অল্পবয়সী ছেলেমেয়েরা।
-এইচআইভির কারনে এইডস হয়। কোন রোগ বা সংক্রমণ প্রতিরোধ করার জন্য শরীরের স্বাভাবিক ক্ষমতাকে এইচআইভি ক্রমান্বায়ে ধ্বংস করে দেয়।
তাই, এইডস আক্রান্ত ব্যক্তি অতি সহজেই যেকোন রোগে (যেমন: নিউমোনিয়া, যক্ষ্মা, ডায়রিয়া) আক্রান্ত হয়ে পড়ে।
-১৯৮১ খ্রিষ্টাব্দে প্রথম আমেরিকায় চিহ্নিত হয় এবং তখন থেকে সারা বিশ্বে এটি মরনব্যাধি হিসেবে পরিগনিত হয়েছে ।