Solution
Correct Answer: Option A
মহাকর্ষ বলের প্রভাব মহাকাশে কতকগুলু জ্যোতিষ্ক সূর্যরে চারিদিকে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পথে পরিক্রমণ করে ।এসব জ্যোতিষ্ককে গ্রহ বলে । সৌরজগতের গ্রহ আটটি । এদের মধ্যে মঙ্গল একটি অন্যতম গ্রহ ।মঙ্গল গ্রহের উপগ্রহ দুটি ।যথা - ডিমোস ও ফোবোস । মঙ্গল গ্রহে জীবাশ্মের সন্ধান পাওয়া গেছে ।