বাংলাদেশ সরকার কবে 'পলিথিন ব্যবহার নিষিদ্ধ' আইন প্রণয়ন করে?
A ১৯৯৮ সালে
B ২০০০ সালে
C ২০০২ সালে
D ২০০৪ সালে
Solution
Correct Answer: Option C
পলিথিন ভীষণ বিষাক্ত প্রোপাইলিনের সাথে পেট্রোলিয়াম হাইড্রোকার্বনের ৩/৪ টি মলিকুলের সাবমিশ্রণে তৈরি হয় ।পলিথিন বহুমাত্রিক ক্ষতির বাহক । ঢাকা শহরে প্রতিদিন ১ কোটি পলিথিন ব্যাগ ব্যবহৃত হয় । পলিথিনের ক্ষতিকর প্রভাবের কথা চিন্তা করে জানুয়ারি ২০০২ সালে ঢাকা শহরে পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করা হয় ।পরবর্তীতে ২ মার্চ ২০০২ সালে সারাদেশে পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করা হয় ।