কোন ধাতুর গলনাঙ্ক সবচেয়ে কম?

A দস্তা

B সীসা

C লোহা

D পারদ

Solution

Correct Answer: Option D

-যে নির্দিষ্ট তাপমাত্রায় কোন কঠিন পদার্থ গলতে শুরু করে তাকে পদার্থের গলনাঙ্ক বলে।
-প্রদত্ত পদার্থের ধাতুগুলোর মধ্যে পারদের গলনাঙ্ক সবচেয়ে কম (-৩৯⁰ C) , যা সাধারণ তামাত্রায় তরল ।
-পক্ষান্তরে , দস্তার গলনাঙ্ক ৪১৮⁰C ,সীসার গলনাঙ্ক ৩২৭⁰C এবং লোহার গলনাংক ১৫৩৫⁰C

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions