Correct Answer: Option B
আদর্শ মাটিতে ৫% ভাগ জৈব পদার্থ থাকে।
মাটি হলো ভূপৃষ্ঠের উপরিতলের নরম খনিজ এবং জৈব উপাদানের মিশ্রণ যা উদ্ভিদের বৃদ্ধির জন্য প্রাকৃতিক মাধ্যম হিসেবে কাজ করে। মাটি প্রধানতঃ ৪ টি প্রধান উপাদান সমন্বয়ে গঠিত।
এগুলো নিচে উল্লিখিত হলোঃ খনিজ পদার্থ - ৪৫%; জৈব পদার্থ - ৫%; বায়ু - ২৫ %; পানি - ২৫%;
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions