চাঁদে কোনো জিনিসের ওজন পৃথিবীতে ঐ জিনিসের ওজনের ---

A ৬ ভাগের ১ ভাগ

B চেয়ে কম

C চেয়ে বেশি

D সমান

Solution

Correct Answer: Option A

কোন বস্তুকে পৃথিবীর তার কেন্দ্রের দিকে যে বলে আকর্ষণ করে ,তাকে ঐ বস্তুর ওজন বলে । পৃথিবী থেকে যতই উপরে উঠা যায় বস্তুর ওজন ততই কমতে থাকে । এরূপে চাঁদে কোন বস্তুর ওজন পৃথিবীতে ঐ বস্তুর ওজনের ১/৬ অংশ । অর্থাৎ পৃথিবীর কোন জিনিসের ওজন ৬০ নিউটন হলে চাঁদে ঐ জিনিসের ওজন হবে ১০ নিউটন ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions