চাঁদে কোনো জিনিসের ওজন পৃথিবীতে ঐ জিনিসের ওজনের ---
Solution
Correct Answer: Option A
কোন বস্তুকে পৃথিবীর তার কেন্দ্রের দিকে যে বলে আকর্ষণ করে ,তাকে ঐ বস্তুর ওজন বলে । পৃথিবী থেকে যতই উপরে উঠা যায় বস্তুর ওজন ততই কমতে থাকে । এরূপে চাঁদে কোন বস্তুর ওজন পৃথিবীতে ঐ বস্তুর ওজনের ১/৬ অংশ । অর্থাৎ পৃথিবীর কোন জিনিসের ওজন ৬০ নিউটন হলে চাঁদে ঐ জিনিসের ওজন হবে ১০ নিউটন ।