ভূত্বকের গড় গভীরতা (প্রায়)-
A ১৬ কি.মি.
B ১২ কি.মি.
C ১০ কি.মি.
D ২০ কি.মি.
Solution
Correct Answer: Option D
অশ্মমণ্ডলের উপরিভাগে অবস্থিত পৃথিবীতে শিলার যে কঠিন বহিরাবরণ দেখা যায় তাকে ভূত্বক বলে। এটি অশ্মমণ্ডলের উপরিভাগ। এটি গড় গভীরতা ২০ কি.মি.।
ভূত্বক গঠনকারী প্রধান উপাদান সমূহ:
- অক্সিজেন - ৪৭ ভাগ
- সিলিকন - ২৮ ভাগ
- অ্যালুমিনিয়াম - ৮.১৩ ভাগ
- লোহা - ৫ ভাগ।