বাংলাদেশে উন্নতমানের কয়লার সন্ধান পাওয়া গেছে-
A রাণীগঞ্জে
B বিজয়পুরে
C জামালগঞ্জে
D জাকিগঞ্জে
Solution
Correct Answer: Option C
- দেশের সর্বপ্রথম কয়লাখনি আবিষ্কৃত হয় ১৯৬২ সালে জয়পুরহাটের জামালগঞ্জে।
- এখানে উন্নতমানের কয়লা পাওয়া যায়।
- এই খনির স্তরের গভীরতা ৬৪০-১১৫৮ মিটার।
- কয়লা মজুদের পরিমাণ ১০৫৩ মিলিয়ন টন।