Solution
Correct Answer: Option A
-কর্তা যার দ্বারা বা যার সাহায্যে ক্রিয়া সম্পাদন করে তাকে করণ কারক বলে ।
-কীসে /কীসের সাহায্যে দিয়ে প্রশ্ন করলে উত্তরে করণ কারক পাওয়া যায় ।
-কীসে শরীর ভাল থাকে প্রশ্ন করলে , উত্তর আসে ব্যায়ামে ।
-এখানে ব্যায়ামে শব্দটি করণ কারক ।
-ব্যায়ামে শব্দটি উচ্চারণ করেল এ শব্দটি আসে ।
-এখানে ব্যায়ামে শব্দটি ৭মী বিভক্তি ।