কোনো পরীক্ষায় ২০% পরীক্ষার্থী ইংরেজিতে, ১৮% পরীক্ষার্থী গণিতে এবং ১১% পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। শতকরা কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করেছে?

A ৭০ জন

B ৭৩ জন

C ৭৫ জন

D ৭৬ জন

Solution

Correct Answer: Option B

শুধু ইংরেজিতে ফেল করে (২০-১১) %=৯%
শুধু গণিতে   ফেল করে (১৮-১১) %=৭%

ইংরেজি বা গণিত বা উভয় বিষয়ে ফেল করে (৯+৭+১১)%=২৭%
 ∴ উভয় বিষয়ে পাশ করে =(১০০-২৭)%=৭৩%

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions