বায়ুমণ্ডলের কোন উপাদান অতি বেগুনি রশ্মিকে শোষণ করে?
A অক্সিজেন
B নাইট্রোজেন
C ওজোন
D হিলিয়াম
Solution
Correct Answer: Option C
স্ট্রাটোস্ফিয়ারের উপরের স্তর থেকে প্রায় (১২-১৬) কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বায়ুস্তরকে ওজোন স্তর বলে । সূর্য থেকে আগত অতিবেগুনী রশ্মিকে ওজোন স্তর অতি সহজে শোষণ করে নেয় ।