কোন গ্রন্থটি এয়াকুব আলী চৌধুরী প্রণীত?

A মোস্তফা চরিত

B নয়া জাতি স্রষ্টা হযরত মোহাম্মদ

C বিশ্বনবী

D মানব-মুকুট

Solution

Correct Answer: Option D

বিশিষ্ট সাহিত্যিক ও সাংবাদিক মোহাম্মদ এয়াকুব আলী চৌধুরী (১৮৮৮-১৯৪০ খ্রি) ‘মানব মুকুট’ (১৯২২) ছাড়াও ‘নূরনবী’ (১৯১৮), ‘শান্তিধারা’ (১৯১৯) ইত্যাদি গ্রন্থ প্রণয়ন করেন। উল্লেখ্য, উপরিউক্ত ‘মোস্তফা চরিত’ গ্রন্থটি মাওলানা আকরম খাঁ (১৮৬৯-১৯৬৯ খ্রি), ‘নয়াজাতির স্রষ্টা হযরত মোহাম্মদ’ গ্রন্থটি মোহাম্মদ বরকতুল্লাহ (১৮৯৮-১৯৭৪ খ্রি) এবং ‘বিশ্বনবী’ গ্রন্থটি কবি গোলাম মোস্তফা রচনা করেন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions