নিচের কোন যৌগটি ভিটামিন সি?

A সাইট্রিক এসিড

B অ্যাসকরবিক এসিড

C অ্যাসিটিক এসিড

D অক্সালিক এসিড

Solution

Correct Answer: Option B

ভিটামিন সি এর অপর নাম অ্যাসকরবিক এসিড । ভিটামিন সি এর অভাবে স্কার্ভি , শিশুদের মাড়ি ফুলে যাওয়া , দেহের ওজন হ্রাস , চামড়া শক্ত হওয়া , রক্তশূন্যতা ইত্যাদি রোগ হয় । গরুর দুধ , মাছ ও মাংস , কমলালেবু , বাতাবি লেবু , পাতিলেবু ,আনারস , আম ,জাম ,টমেটো , বাঁধাকপি ইত্যাদি প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায় ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions