Solution
Correct Answer: Option B
ভিটামিন সি এর অপর নাম অ্যাসকরবিক এসিড । ভিটামিন সি এর অভাবে স্কার্ভি , শিশুদের মাড়ি ফুলে যাওয়া , দেহের ওজন হ্রাস , চামড়া শক্ত হওয়া , রক্তশূন্যতা ইত্যাদি রোগ হয় । গরুর দুধ , মাছ ও মাংস , কমলালেবু , বাতাবি লেবু , পাতিলেবু ,আনারস , আম ,জাম ,টমেটো , বাঁধাকপি ইত্যাদি প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায় ।