১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালে জাতিসংঘের মহাসচিব কে ছিলেন?

A কফি আনান

B উ থান্ট

C দ্যাগ হ্যামারশোল্ড

D ভুট্রোস ঘালি

Solution

Correct Answer: Option B

জাতিসংঘের তৃতীয় মহাসচিব ছিলেন উ থান্ট । তিনি মিয়ানমারের নাগরিক ছিলেন । তিনি ৩০.১১.১৯৬১-৩১.১২.১৯৭১ পর্যন্ত জাতিসংঘের মহাসচিব দায়িত্ব পালন করে। তিনি ১৯৬১ সালে ভারপ্রাপ্ত মহাসচিব এবং পরবর্তীতে মহাসচিব নির্বাচিত হন । তার মেয়াদকালে বার্লিন প্রাচীর সঙ্কট , ভিয়েতনাম যুদ্ধ , ভারত - পাকিস্তান যুদ্ধ , বাংলাদেশী স্বাধীনতা যুদ্ধ কৃতিত্বের সাথে সমাধান করে অবসর নেন ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions