পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে চাঁদ-এর সময় লাগে-

A ২৭ দিন ৮ ঘণ্টা

B ২৭ দিন ১৭ ঘণ্টা

C ২৮ দিন ২ ঘণ্টা

D ২৮ দিন ৫ ঘণ্টা

Solution

Correct Answer: Option A

চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ । পৃথিবীকে একবার প্রদিক্ষিন করতে চাঁদের সময় লাগে ২৭ দিন ৮ ঘণ্টা । সোভিয়েত ইউনিয়ন ২ জানুয়ারি ১৯৫৯ সালে প্রথম চাঁদে নভোযান পাঠায় । ১৯৬৯ সালের ২০ জুলাই (এপোলো -১১ নভোযানের মাধ্যমে ) মানুষ প্রথম চাঁদে অবতরণ করেন । মার্কিন নভোচারী নীল আর্মস্ট্রং সর্বপ্রথম চন্দ্রপৃষ্ঠে পা রাখেন ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions