আদমসুরত বলা হয়-

A কালপুরুষকে

B সপ্তর্ষিমণ্ডলকে

C ক্যাসিওপিয়াকে

D সুরনদীকে

Solution

Correct Answer: Option A

- পৌষ ও মাঘ মাসে সন্ধ্যা রাত্রিতে পূর্ব আকাশে শিকারিবেশে মনুষ্য আকৃতির একটি দেখা নক্ষত্রমণ্ডল যায় । এটিকে কাল পুরুষ বা আদম সুরত বলে ।
- উত্তর আকাশের কাছাকাছি যে সাতটি উজ্জ্বল নক্ষত্র দেখা যায় সেগুলি হল সপ্তর্ষিমণ্ডল । সাতজন ঋষির নাম অনুসালের এরা পরিচিত ।
- জ্যামিতিক রেখা দ্বারা যুক্ত এ সপ্তর্ষিমণ্ডলকে দেখা প্রশ্নবোধক চিহ্নের মত দেখায় ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions