কুয়েত কোন সাগরের তীরে অবস্থিত?
A বঙ্গোপসাগর
B ভারত মহাসাগর
C পারস্য উপসাগর
D আরব সাগর
Solution
Correct Answer: Option C
কুয়েত পারস্য উপসাগরের তীরে অবসথিত । কুয়েতের রাষ্ট্রীয় নাম স্টেট অব কুয়েত । ১৯ জুন ১৯৬১ সালে কুয়েত যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা লাভ কে ।কুয়েত ১৪ মে ১৯৬৩ সালে জাতিসংঘের সদস্য পদ লাভ করে।