কোনো স্থানে সময় যখন রবিবার সকাল ৬টা তখন এর ১৮০ ডিগ্রী পশ্চিম দিকে অবস্থিত স্থানের সময় হবে-

A শনিবার রাত ১২টা

B শনিবার সন্ধা ৬টা

C রবিবার দুপুর ২টা

D রবিবার সন্ধা ৬টা

Solution

Correct Answer: Option B

আমরা জানি ১⁰  =৪ মিনিট সময়ের পার্থক্য হয় । কোন স্থান থেকে পশিমে গেলে সময় কমবে এবং পূর্বে গেলে সময় বাড়বে  । কোন স্থানে  সময় যখন রবিবার সকাল ৬ টা তখন ১৮০⁰  পশ্চিমে সময় হবে শনিবার সন্ধ্যা ৬ টা । কারণ
                                                                      ১⁰ =৪ মিনিট
                                                                   ১৮০⁰ =৭২০ মিনিট
                                                                        =১২ ঘণ্টা


Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions