'জীবন ও বৃক্ষ' প্রবন্ধে মোতাহের হোসেন চৌধুরী কাকে তপোবন-প্রেমিক বলেছেন?

A বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে

B জসীম উদ্‌দীনকে

C রবীন্দ্রনাথ ঠাকুরকে

D শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে

Solution

Correct Answer: Option C

মোতাহের হোসেন চৌধুরী রচিত প্রবন্ধগ্রন্থ ‘সংস্কৃতি- কথা' (১৯৫৮)।
- সংস্কৃতি-কথা, জীবন ও বৃক্ষ, মূল্যবোধ ও যুক্তিবিচার, মেরুদণ্ড, ব্যক্তি ও রাষ্ট্র, নবযুগ, মনুষ্যত্ব, একখানি চিঠি. লাইব্রেরি, বাঙ্গালা ভাষায় মুসলমানী শব্দ, রবীন্দ্রনাথ ও বৈরাগ্য-বিলাস, শিক্ষা সম্বন্ধে রবীন্দ্রনাথ, দুঃখবাদ প্রভৃতি প্রবন্ধ ‘সংস্কৃতি-কথা’ প্রবন্ধগ্রন্থে অন্তর্ভুক্ত হয়েছে। ‘জীবন ও বৃক্ষ' প্রবন্ধে মোতাহের হোসেন চৌধুরী রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘তপোবন প্রেমিক’ হিসেবে উল্লেখ করেছেন।
- এ প্রবন্ধে পরার্থে আত্মনিবেদিত সুকৃতিময় সার্থক বিবেকবোধসম্পন্ন মানবজীবনের মহত্তম প্রত্যাশা থেকে লেখক মানুষের জীবনকাঠামোকে বৃক্ষের সাথে তুলনা করেছেন।

তাঁর রচিত অন্যান্য প্রবন্ধগ্রন্থ:
- ক্লাইভ বেল এর Civilization গ্রন্থের ভাবানুবাদ ‘সভ্যতা' (১৯৬৫),
- বার্ট্রান্ড রাসেলের Conquest of Happiness গ্রন্থের ভাবানুবাদ ‘সুখ (১৯৬৮)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions