ইবনে বতুতা কোন শতকে বাংলাদেশে আসেন?
A চতুর্দশ
B সপ্তদশ
C অষ্টাদশ
D ত্রয়োদশ
Solution
Correct Answer: Option A
ইবনে বতুতা ১৩০৪ সালে মরক্কোর তানজি শহরে জন্মগ্রহণ করেন ।তার পুরো নাম আবু আব্দুল্লাহ মহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল লাওয়াতী আল তানজী ইবনে বতুতা । তিনি চতুর্দশ শতকে বাংলাদেশে আসেন ।তিনি যখন বঙ্গে পর্যটনে আসের তখন এখানকার শাসক ছিলেন সুলতান ফখরুদ্দীন মোবারক শাহ ।