ভারতবর্ষে 'ঘোড়ার ডাক' এর প্রচলন করেন-
A আকবর
B শেরশাহ
C মুহম্মদ বিন তোঘলক
D আওরঙ্গজেব
Solution
Correct Answer: Option B
শেরশাহ ছিলেন একজন পাঠান মুসলমান ।তিনি আফগান বংশের শাসক ছিলেন । তিনি কৌনজের যুদ্ধে হুমায়ুনকে পরাজিত করে দিল্লি অধিকার করেন ।তিন ভারতবর্ষে ঘোড়ার ডাক ব্যবস্থার প্রচলন করেন ।