মীর মশাররফ হোসেনের কোন গ্রন্থের উপজীব্য হিন্দু-মুসলমানের বিরোধ?
Solution
Correct Answer: Option A
মীর মশাররফ হোসেন রচিত প্রবন্ধগ্রন্থ ‘গো-জীবন (১৮৮৯)।
-ভারতীয় উপমহাদেশে গরু কোরবানি নিয়ে হিন্দু মুসলমানের মধ্যে যে দ্বান্দ্বিক অবস্থান, সেটিই ‘গো-জীবন’ প্রবন্ধের মূল উপজীব্য। লেখকের মতে, কৃষিনির্ভর অর্থনীতিতে যে কোনো কারণেই হোক গো-হত্যা অনুচিত। হিন্দু-মুসলিম এই দুই ধর্মের অনুসারীদের একত্র করার প্রয়াসে তিনি এটি রচনা করেন। কিন্তু প্রবন্ধটি রচনার কারণে তাঁকে কাফের বলে ‘তওবা’ করতে বলা হয় এবং তাঁর স্ত্রীকে হারাম জারি করা হয়। পরবর্তীতে তিনি একটি মামলা দায়ের করলেও বিষয়টি আপসের মাধ্যমে মিমাংসিত হয়।
-এ গ্রন্থের প্রতিক্রিয়ায় মৌলভী নইমুদ্দীন রচনা করেন ‘গো-কাণ্ড' (১৯৮৯)। বৃদ্ধ রাজা বীরেন্দ্র সিংহের যুবতী স্ত্রী রেবতী সপত্নী পুত্র নরেন্দ্র সিংহকে প্রেম নিবেদন করে প্রত্যাখাত হয়ে ষড়যন্ত্র শুরু করে। পরিণামে সমগ্র রাজ পরিবারটি ধ্বংস হয়ে যায়, যা বাংলা সাহিত্যে মুসলমান রচিত প্রথম নাটক ‘বসন্তকুমারী’র মূল বিষয়।
-উনিশ শতকে এক শ্রেণির লোক স্ত্রীর প্রতি অবহেলা দেখিয়ে মদ ও পতিতাবৃত্তিতে আকৃষ্ট হয়ে নানা ধরনের অনাচার ও উচ্ছৃঙ্খলায় নিমজ্জিত হয়েছিল, সেটিই বাংলা সাহিত্যে মুসলমান রচিত প্রথম প্রহসন ‘এর উপায় কি' (১৮৭৫) এর মূল বিষয়।
-মহানবী হযরত মুহাম্মদ (স.) এর শৈশব ও কৈশোর থেকে শুরু করে তাঁর নেতৃত্বে ইসলামের বিজয় পতাকা কীভাবে একের পর এক রক্তাক্ত সংঘর্ষের মধ্য দিয়ে সমগ্র মধ্যপ্রাচ্যে প্রতিষ্ঠিত হলো তারই ঘটনালেখ্য রচিত হয়েছে এসলামের জয়' (১৯০৮) প্রবন্ধ গ্রন্থে।