কর্ণফুলী কাগজকলে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়-
A বাঁশ
B আখের ছোবড়া
C পাটকাঠি
D ধানের খড়
Solution
Correct Answer: Option A
কর্ণফুলী কাগজের কল ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত হয় । এটি রাঙ্গামাটির চন্দ্রঘোনাতে অবস্থিত । কর্ণফুলী পেপার মিলস BCIC এর অধীনে একমাত্র কাগজের কল । এই কলে কাঁচামাল হিসেবে বাঁশ ব্যবহৃত হয় ।