‘আত্মঘাতী বাঙালি' কার রচিত?
A অশোক মিত্র
B অতুল সুর
C দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
D নীরদ চন্দ্র চৌধুরী
Solution
Correct Answer: Option D
- নীরদচন্দ্র চৌধুরী রচিত গ্রন্থ 'আত্মত্মঘাতী বাঙালী’ (১৯৮৮)।
- অশোক মিত্র রচিত আত্মজীবনীমূলক গ্রন্থ 'তিন কুড়ি দশ’;
- দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় রচিত গ্রন্থ 'যে গল্পের শেষ নেই’;
- অতুল সুর রচিত গ্রন্থ ‘বাঙলা ও বাঙালি ।