Solution
Correct Answer: Option C
-কোন কাজ শেষ হয়ে গেছে অথচ তার ফল এখনও বিদ্যমান আছে, এরকম বোঝালে present perfect tense ব্যবহৃত হয়।
বাংলায় চেনার উপায়:
-Verb এর শেষে য়াছে, এছে, য়াছ, য়াছি, এছি, য়াছেন, য়াছে, য়েছ, ইয়াছি, ইয়াছ, ইয়াছে, ইয়েছ, ইয়াছেন ইত্যাদি বসে।
-এছাড়া করি নাই, করিনি, খাই নাই, খাইনি, ইত্যাদি বোঝালে Present Perfect Tense হয়।
-Subject + have/has + past participle form of verb + object