পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ন বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে। জ্ঞাতব্যঃ যৌগিক বাক্যের অন্তর্গত নিরপেক্ষ বাক্যগুলো 'এবং,ও ,কিন্ত, অথবা, বরং ,কিংবা ,তথাপি ইত্যাদি অব্যয় যোগে সংযুক্ত বা সুমম্বিত থাকে ।যেমনঃ নেতা জনগনকে উৎসাহিত করেন বটে ,কিন্তু কোনো পথ দেখাতে পারলেন না।