‘ময়ূরকণ্ঠী’ কোন ধরনের রচনা?
A কাব্যগ্রন্থ
B উপন্যাস
C রম্যরচনা
D ভ্রমণ বৃত্তান্ত
Solution
Correct Answer: Option C
সৈয়দ মুজতবা আলী রচিত রম্য রচনা 'ময়ূরকণ্ঠী' ।
তাঁর রচিত আরেকটি রম্য রচনা 'পঞ্চতন্ত্র';
দুটি উপন্যাস 'অবিশ্বাস্য' ও 'শবনম';
দুটি গল্পগ্রন্থ 'চাচা কাহিনী' ও 'টুনি মেম' এবং ভ্রমণকাহিনী 'দেশে বিদেশে'।