বস্তুর ভর ভূপৃষ্ঠে বা ভূপৃষ্ঠের উপরে অবস্থানের পরিবর্তনের সাথে-
Solution
Correct Answer: Option B
ভর হচ্ছে একটি ভৌত রাশি যা ভূ - পৃষ্ঠে বা ভূ - পৃষ্ঠের উপরে বস্তুর অবস্থানের পরিবর্তনের সাথে পরিবর্তিত হয় না। কিন্তু ওজন পরিবর্তন হয়।
কারণ, ওজন নির্ভর করে, অভিকর্ষজ ত্বরণের (g) মানের উপর। আর অবস্থান ভেদে, এই মানের পরিবর্তন হয়, ফলে ওজনও পরিবর্তন হয়।