জিভের সামনের অংশের সাহায্যে উচ্চারিত স্বরধ্বনি গুলোকে কী বলে?

A নিম্ন-স্বরধ্বনি

B অগ্র-স্বরধ্বনি

C জিভ- স্বরধ্বনি

D সম্মুখ-স্বরধ্বনি

Solution

Correct Answer: Option D

- 'ই' এবং  'ঈ' ধ্বনির উচ্চারণে জিহবা এগিয়ে আসে এবং উচ্চে অগ্রতালুর কঠিনাংশের কাছাকাছি পৌছে ।
- এ ধ্বনির উচ্চারণে জিবহার অবস্থান 'ই' ধ্বনির মতো সুম্মুখেই হয়, কিন্তু একটু নিচে এবং 'অ' ধ্বনির বেলায় আরও নিচে।
- 'ই, ঈ,এ (অ)' ধ্বনির উচ্চারনের জিহবা এগিয়ে সম্মুখ ভাগে দাঁতের দিকে আসে বলে এগুলোকে বলা হয় সম্মুখ ধ্বনি ।
- জিভের সামনের অংশের সাহায্যে উচ্চারিত স্বরধ্বনিকে বলা হয় সম্মুখ স্বরধ্বনি । যেমন - ই ,ঈ ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions