'প্রবাসের দিনগুলি' গ্রন্থের রচয়িতা কে?

A সৈয়দ মুজতবা আলী

B জাহানারা ইমাম

C সুফিয়া কামাল

D হুমায়ূন আহমেদ

Solution

Correct Answer: Option B

- জাহানারা ইমাম ছিলেন একজন বাংলাদেশী লেখিকা, কথাসাহিত্যিক, শিক্ষাবিদ এবং একাত্তরের ঘাতক দালাল বিরোধী আন্দোলনের নেত্রী। তিনি বাংলাদেশে শহীদ জননী হিসেবে পরিচিত।
- তাঁর বিখ্যাত গ্রন্থ একাত্তরের দিনগুলি।

• তাঁর রচিত শিশু সাহিত্য-
- গজকচ্ছপ,
- সাতটি তারার ঝিকিমিকি, 
- বিদায় দে মা ঘুরে আসি।

• তাঁর রচিত অন্যান্য গ্রন্থ:
- 'অন্য জীবন (১৯৮৫),
- ‘নাটকের অবসান' (১৯৯০),
- প্রবাসের দিনগুলি (১৯৯২)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions