Solution
Correct Answer: Option B
'বিলাতে সাড়ে সাতশ দিন(১৯৯৮)' এটি একট ভ্রমন গ্রন্থ।
তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থঃ
- সাহিত্য ও সংস্কৃতি (১৯৫৪),
- বিলেতে সাড়ে সাত শ’দিন (১৯৫৮),
- তোষামোদ ও রাজনীতির ভাষা (১৯৫৯),
- ভাষা ও সাহিত্য (১৯৬০),
- ধ্বনিবিজ্ঞান ও
- বাংলা ধ্বনিতত্ত্ব (১৯৬৪) প্রভৃতি গ্রন্থ রচনা করেন।