'বিনা যত্নে উৎপন্ন হয় যা' - এর বাক্য সংকোচন কী?
A অযত্নলব্ধ
B অনায়াসলব্ধ
C অযত্নসম্ভূত
D অযত্নজাত
Solution
Correct Answer: Option C
বিনা যত্নে উৎপন্ন হয় যা- অযত্নসম্ভূত ।
আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন হল:
- যা বিনা যত্নে লাভ করা হয়েছে - অযত্নলব্ধ ।
- যা বলা হয়নি -- অনুক্ত ।
- লাভ করার ইচ্ছা - লিপ্সা।
- হনন করার ইচ্ছা = জিঘাংসা ।