৬০ লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত ৭ : ৩। ঐ মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত ৩ :৭ হবে?
Solution
Correct Answer: Option A
৬০ লিটার মিশ্রণে কেরোসিনের পরিমাণ =(৬০ এর ৭/৭+৩) লিটার =৪২ লিটার
∴৬০ " " পেট্রোলের " (৬০ এর ৭/৭+৩) লিটার
=১৮ লিটার
ধরি ,মিশ্রণে x লিটার পেট্রোল মেশাতে হবে ।
৪২ ⦂১৮+x =৩ ⦂৭
বা , ৪২ /(১৮+x)=৩/৭
বা , ৫৪ + ৩x =২৯৪
৩x =২৪০
∴ x =৮০