'দুর্দিনের দিনলিপি' স্মৃতিগ্ৰন্থটি কার লেখা?

A আবুল ফজল

B আবদুল কাদির

C জাহানারা ইমাম

D মুশতারি শফী

Solution

Correct Answer: Option A

‘ঢাকা মুসলিম সাহিত্য সমাজ' (১৯২৬) এর অন্যতম প্রতিষ্ঠাতা, ‘মুক্তবুদ্ধির চিরসজাগ প্রহরী’ ও ‘জাতির বিবেক’ বলে স্বীকৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আবুল ফজল রচিত স্মৃতিগ্রন্থ ‘দুর্দিনের দিনলিপি' (১৯৭২)।
-১ জুলাই, ১৯৭১ থেকে ৩০ ডিসেম্বর ১৯৭১ সাল পর্যন্ত সময়কালে লিখিত লেখকের দৈনন্দিন দিনলিপি ১৯৭২ সালের নভেম্বর মাসে ‘দুর্দিনের দিনলিপি' নামে প্রকাশিত হয়।
-গ্রন্থটিতে স্থান পেয়েছে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের তথ্যভিত্তিক ইতিহাস এবং মুক্তিযুদ্ধকালীন সময়ে লেখকের আত্মগোপনকালের দৈনন্দিন জীবনচিত্র।
-গ্রন্থটি তিনি শহিদ আনোয়ার পাশাকে উৎসর্গ করেন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions