নির্দিষ্ট দামে একটি দ্রব্য বিক্রি করাতে ২০% ক্ষতি হলো। এটি ৬০ টাকা বেশি মূল্যে বিক্রি করতে ১০% লাভ হত। দ্রব্যটির ক্রয়মূল্য কত টাকা?

A ২০০

B ২২০

C ৩০০

D ১৬০

Solution

Correct Answer: Option A

দ্রব্যটির ক্রয়মূল্য ১০০ টাকা
২০% ক্ষতিতে বিক্রয়মূল্য (১০০-২০) বা ৮০ টাকা
১০% লাভে      "                (১০০+১০)=১১০ টাকা
 ∴ বিক্রয়মূল্যের পার্থক্য (১১০-৮০) টাকা
                                      =৩০ টাকা

বিক্রয়মূল্য ৩০ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০ টাকা
 ∴"             ১      "        "      "       "         ১০০/৩০ টাকা
∴"             ৬০     "        "      "       "         ১০০×৬০/৩০ টাকা
                                                              =২০০ টাকা

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions