‘একেই কি বলে সভ্যতা’ গ্রন্থটির রচয়িতা কে?
A টেকচাঁদ ঠাকুর
B মীর মশাররফ হোসেন
C মাইকেল মধুসূদন দত্ত
D কাজী নজরুল ইসলাম
Solution
Correct Answer: Option C
মাইকেল মধুসূদন দত্তের রচিত প্রহসন ।
-এ প্রহসনে তৎকালীন নব্য বঙ্গীয় সম্প্রদায়ের সুরাপান এবং ইংরেজ অনুকরণের প্রতি ব্যাঙ্গ করা হয়েছে ।
-তার রচিত আরেকটি প্রহসন হল- বুড়ো সালিকের ঘাড়ে রোঁ । তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থ হল - মেঘনাদবধ কাব্য ।