Solution
Correct Answer: Option C
বাংলা ভাষার উপসর্গ ৩ প্রকার । যথা -বাংলা , তৎসম বা সংস্কৃত ও বিদেশি উপসর্গ । বাংলা উপসর্গ ২১ টি ও সংস্কৃত উপসর্গ ২০ টি । বাংলা উপসর্গ ২১ টি হল - অ , অঘা , অজ ,অনা ,আ , আড় , আন , আব ,ইতি , উন , কদ ,কু ,নি পাতি , বি ভর , রাম স , সা সু ,হা ।অব , অতি ও পরি সংস্কৃত উপসর্গ ।