'ভাঁড়ুদত্ত' চরিত্রটি পাওয়া যায় কোন গ্রন্থে?

A মনসামঙ্গল কাব্যে

B অন্নদামঙ্গল কাব্যে

C চণ্ডীমঙ্গল কাব্যে

D ধর্মমঙ্গল কাব্যে

Solution

Correct Answer: Option C

- কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী 'চন্ডীমঙ্গল কাব্য' -এর শ্রেষ্ঠ কবি।
- মুকুন্দরাম চক্রবর্তী ষোড়শ শতকের কবি। ১৫৫৭ খ্রিষ্টাব্দে মুকুুন্দরাম তাঁর পৈতৃক নিবাস ত্যাগ করে মেদিনীপুর জেলার আড়রা গ্রামে আশ্রয় নেন।
- মেদিনীপুরের রাজা রঘুনাথ রায়ের অনুরোধে তিনি ‘চণ্ডীমঙ্গল’ কাব্য রচনা করেন।
- এই রচনার স্বীকৃতিস্বরূপ তাঁকে ‘কবিকঙ্কন' উপাধি দেন রাজা রঘুনাথ রায়।

চন্ডীমঙ্গলের কাহিনী ২টি।
যথা:
- কালকেতু ও ফুল্লরার কাহিনী,
- ধনপতি - লহনা - খুলনার কাহিনী।

চন্ডীমঙ্গল কাব্যের প্রথম অংশের চরিত্র:
- কালকেতু, ফুল্লরা, কলিঙ্গের রাজা, মুরারি শীল, ভাঁড়ুদত্ত।

চন্ডীমঙ্গল কাব্যের দ্বিতীয় অংশের প্রধান চরিত্র:
- ধনপতি সওদাগর, লহনা, খুলনা।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions