'মধুসূদন' নিচের যে উপন্যাসের অন্যতম প্রধান চরিত্র-
Solution
Correct Answer: Option B
মধুসূদন ও কমুদিনী - রবীন্দ্রনাথ ঠাকুরের 'যোগাযোগ' - উপন্যাসের চরিত্র।
গৃহদাহ - শরৎচন্দ্রের রচিত একটি উপন্যাস। এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র হল- মহিম, সুরেশ, অচলা।
শর্মিষ্ঠা মধুসূদন দত্তের প্রথম প্রকাশিত নাটক।
'নদীবক্ষে' হল কাজী আবদুল ওদুদ রচিত উপন্যাস।