দুটি লাইন একে অন্যের থেকে ২ মিটার দূরে সমান্তরালভাবে চলে যাচ্ছে। তারা একে অন্যের সাথে মিলিত হবে কত মিটার দূরে?

A ২০০

B ৪০০

C ৬০০

D কখনই নয়

Solution

Correct Answer: Option D

-দুটি লাইন সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্ব সর্বদাই সমান থাকবে ।
-যেহেতু লাইন দুটি একে অন্যের থেকে ২ মিটার দূরে সমান্তরালভাবে যাচ্ছে তাই দুটি লাইনের দূরত্ব সর্বদাই ২ মিটার থাকবে অর্থাৎ একে অন্যের সাথে কখনো মিলিত হবে না।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions