‘অমিত’ ও ‘লাবণ্য' চরিত্র দুটির রচয়িতা কে?
A রবীন্দ্রনাথ ঠাকুর
B জীবনানন্দ দাশ
C কাজী নজরুল ইসলাম
D সুকান্ত ভট্টাচার্য
Solution
Correct Answer: Option A
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যধর্মী উপন্যাস 'শেষের কবিতা’ (১৯২৯)। এ উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র অমিত ও লাবণ্য। অন্যান্য চরিত্র: কেতকী, শোভনলাল।