কোন ভিটামিনের অভাবে 'রাতকানা' রোগ হয়?
A ভিটামিন -ডি
B ভিটামিন বি কমপ্লেক্স
C ভিটামিন -সি
D ভিটামিন -এ
Solution
Correct Answer: Option D
ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয় ,ভিটামিন ডি এর অভাবে শিশুদের রিকেটস রোগ হয় এবং বড়দের অষ্টিওমেলাসিয়া রোগ হয় । এছাড়াও হাড় ও দাঁতের গঠনে ভিটামিন ডি এর প্রয়োজন হয় ।