কোনটির মাধ্যমে কৃত্তিবাস ওঝা মধ্যযুগের অনুবাদ সাহিত্যের সূচনা করেন?
Solution
Correct Answer: Option D
- বাল্মীকির 'রামায়ণ' প্রথম বাংলায় অনুবাদ করেন পনের শতকের কবি কৃত্তিবাস ওঝা।
- তিনিই রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদক।
- তাঁর রচিত রামায়ণের অন্যনাম 'শ্রীরাম পাঞ্চালী'। এর মাধ্যমে মধ্যযুগের অনুবাদ সাহিত্যের সূচনা করেন।
উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।