কোনটির মাধ্যমে কৃত্তিবাস ওঝা মধ্যযুগের অনুবাদ সাহিত্যের সূচনা করেন?

A শিবায়ণ কাব্য

B চন্দ্রাবতী

C শ্রী শ্রী চণ্ডীমঙ্গল

D শ্রীরাম পাঞ্চালী

Solution

Correct Answer: Option D

- বাল্মীকির 'রামায়ণ' প্রথম বাংলায় অনুবাদ করেন পনের শতকের কবি কৃত্তিবাস ওঝা।
- তিনিই রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদক।
- তাঁর রচিত রামায়ণের অন্যনাম 'শ্রীরাম পাঞ্চালী'। এর মাধ্যমে মধ্যযুগের অনুবাদ সাহিত্যের সূচনা করেন। 

উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions