কত তাপমাতায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি?
A 00 সেন্টিগ্রেড
B 40 সেন্টিগ্রেড
C 100 সেন্টিগ্রেড
D 1000 সেন্টিগ্রেড
Solution
Correct Answer: Option B
40 তাপমাত্রায় পানির ঘনত্ব বেশি। এটি পানির ব্যতিক্রমধর্মী প্রসারণ। পানির তাপমাত্রা বাড়তে থাকলে 40 পর্যন্ত এর ঘনত্ব বাড়বে এবং তাপমাত্রা আরো বাড়তে থাকলে ঘনত্ব কমে যাবে