কালিকামঙ্গল কাব্যের আদি কবি কে? 

A ঘনরাম চক্রবর্তী

B কবি কঙ্ক

C ভারতচন্দ্র রায়গুণাধর

D রামকৃষ্ণ রায়

Solution

Correct Answer: Option B

কিছু আদি/প্রধান/শ্রেষ্ঠ/প্রথম, মনে রাখবেন

আদি মঙ্গলকাব্য হল মনসামঙ্গল যার অপর নাম পদ্মপুরাণ।
মঙ্গলকাব্য / মনসামঙ্গল এর আদি কবি - কানা হরিদত্ত।
মনসামঙ্গল কাব্যের সবচেয়ে জনপ্রিয় কবি - বিজয়গুপ্ত।
ধর্মমঙ্গল কাব্যের আদি কবি - ময়ূরভট্ট।
ধর্মমঙ্গল কাব্যের প্রণেতা - রুপরাম চক্রবর্তী।
ধর্মমঙ্গল কাব্যধারার শ্রেষ্ঠ কবি - ঘনরাম চক্রবর্তী।
চণ্ডীমঙ্গল কাব্যের রচয়িতা - মুকুন্দরাম চক্রবর্তী।
চণ্ডীমঙ্গলের আদি কবি - মানিক দত্ত।
চণ্ডীমঙ্গল কাব্যের প্রধান/শ্রেষ্ঠ কবি - মুকুন্দরাম চক্রবর্তী।
অন্নদামঙ্গল ধারার প্রধান কবি - ভারতচন্দ্র রায়গুণাধর।
কালিকামঙ্গল কাব্যের আদি কবি - কবি কঙ্ক
শিবমঙ্গল কাব্যের প্রথম কবি- রামকৃষ্ণ রায়।
কবিগানের প্রথম কবি - গুঁজলা পুট (গুঁই)।
বাংলা টপ্পাগানের জনক - নিধু বাবু বা রামনীধি গুপ্ত।
নাথ সাহিত্যের আদি/প্রধান কবি - শেখ ফয়জুল্লাহ।
মার্সিয়া সাহিত্যের আদি কবি - শেখ ফয়জুল্লাহ।
মর্সিয়া সাহিত্যের প্রথম কবি - শেখ ফয়জুল্লাহ।
পুথি সাহিত্যের প্রথম স্বার্থক কবি - ফকির গরীবুল্লাহ।
দোভাষী পুঁথি সাহিত্যের প্রথম ও স্বার্থক কবি - ফকি

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions