'মনােরমা’ বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসের চরিত্র?
Solution
Correct Answer: Option C
- এটি দ্বাদশ শতাব্দীর বঙ্গদেশের রাজনৈতিক পটভূমিকায় রচিত বঙ্কিমচন্দ্রের উপন্যাস।
- প্রধান চরিত্র হেমচন্দ্র, মৃণালিনী, মনোরমা প্রভৃতি।
- বঙ্কিমচন্দ্রের ছদ্মনাম হিসেবে কমলাকান্ত নামটি বেছে নিয়েছিলেন। তাকে বাংলা উপন্যাসের জনক বলা হয়।
- এছাড়াও তিনি বাংলা সাহিত্যের সাহিত্য সম্রাট হিসেবে পরিচিত।
তাঁর রচিত উল্লেখযোগ্য উপন্যাসের চরিত্রসমূহ:
- দুর্গেশনন্দিনী - চরিত্র- আয়েশা, তিলোত্তমা,
- কপালকুণ্ডলা - চরিত্র- কপালকুণ্ডলা, নবকুমার
- বিষবৃক্ষ - চরিত্র- কুন্দনন্দিনী,নগেন্দ্রনাথ
- কৃষ্ণকান্তের উইল - চরিত্র রোহিনী, ভ্রমর, গোবিন্দলাল
তাঁর রচিত উপন্যাস-
-দুর্গেশনন্দিনী
-কপালকুণ্ডলা
-মৃণালিনী
-বিষবৃক্ষ
-ইন্দিরা
-যুগলাঙ্গুরীয়
-চন্দ্রশেখর
-রাধারানী
-রজনী কৃষ্ণকান্তের উইল ইত্যাদি