SDGs লক্ষ্যমাত্রা কোন সালের মধ্যে অর্জন করতে হবে?
A ২০৪৫ সাল
B ২০৫০ সাল
C ২০৩৫ সাল
D ২০৩০ সাল
Solution
Correct Answer: Option D
জাতিসংঘের সাধারণ পরিষদ SDG এর ১৭ টি লক্ষ্যমাত্রা নির্ধারণ করে । এ ১৫ বছর মেয়াদী (২০১৬-২০৩০) পরিকল্পনার সুনির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে ১৬৯ টি।